ডুবন্ত বিমান থেকে সিলফি ভিডিও!

২৬ আগষ্ট, ২০১৯ ১০:৫২  
মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করেই প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে ছোট্ট একটি বিমান। ভাসতে ভাসতেই সেই বিমান থেকে ভিডিও সেলিফি তুলে আলোচনার জন্ম দিলেন পাইলট। পাইলটের নাম ডেভিড লেস। খবরের জন্ম দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি। গত মঙ্গলবার বন্ধুর সঙ্গে এক ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমান নিয়ে ঘুরতে বেরিয়ে বিপাদে পড়েন লেস। সান ফ্রান্সিসকো’র দক্ষিণে অবস্থিত হাফ মুন বে’র নিকটবর্তী সাগরে ভেঙ্গে পড়ে বিমান। তখন সাগরে ভাসতে থাকেন লেস ও তার বন্ধু। এমন বিপদেও ভাসতে ভাসতেই বিমানটি ডুবে যাওয়ার দৃশ্য হাসি মুখে ভিডিও করতে থাকেন লেস। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সান হোসের রেড-হিলভিউ বিমানবন্দর থেকে বন্ধুর সঙ্গে আকাশে উড়েছিলেন লেস। উদ্দেশ্য ছিল মাঝ আকাশে বিমানের ফটোশুট করা। কিন্তু আকাশে উড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগ শুরু হয়। বিমান ভেঙে পড়লেও ভয়ে দমে যাননি লেস। ভাসতে ভাসতে নিজের ওয়াটারপ্রুফ মোবাইলে ভিডিও করতে থাকেন। উদ্ধারকারী দল না আসা পর্যন্ত প্রায় আধঘণ্টা ভেসে ভেসে ভিডিও করেন তিনি। ৪০ মিনিট পর কোস্ট গার্ডরা তাদেরকে উদ্ধার করে।